মেদিনীপুর শহরে বাড়ি তৈরী করাকে কেন্দ্র করে উত্তেজনা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে বাড়ি তৈরী করাকে কেন্দ্র করে উত্তেজনা, পথ অবরোধে সামিল ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকাবাসী। মেদিনীপুর পুরসভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা যায়, দুদিন আগে নতুন বাজার এলাকার একটি ফাঁকা জায়গায় বাড়ি তৈরী করতে যায় এক মহিলা। তখন সেই মহিলাকে বাধা দেয় এলাকাবাসী ও স্থানীয় কাউন্সিলর নম্রতা চৌধুরী। শনিবার পুনরায় ওই জায়গায় বাড়ি তৈরী করার প্রতিবাদে এবং খাস জায়গা দখল করে বাড়ি তৈরীর অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হয় এলাকাবাসী সহ ওয়ার্ড কাউন্সিলর। যদিও যিনি বাড়ি করছেন তার কাছে জায়গার কাগজপত্র রয়েছে বলে দাবি ওই ওয়ার্ডেরই একাংশ মানুষের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান সহ কোতোয়ালী থানার পুলিশ আধিকারিক। তাঁরা উত্তেজিত দুপক্ষকে শান্ত করে এবং দুপক্ষকে নিয়ে সন্ধ্যায় আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।