চক্ষু পরীক্ষা শিবির ও পড়ুয়াদের ব্যাগ বিতরণ!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ১০ই মার্চ রবিবার কাঁথির ডেমুরিয়া স্বামিজী সেবক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ওপড়ুয়াদের ব্যাগ বিতরণ করা হল । গান্ধী মিশন ট্রাস্ট এ সহযোগিতার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও পড়ুয়াদের ব্যাগ বিতরণ করা হল ।৪০ জন দরিদ্র ছেলে ও মেয়ের হাতে বই এর ব্যাগ বিতরণ হয়। ১৬০ জনকে বিনামূল্যে চিকিত্সা করানো হয়। এমনকি বিনামূল্যে ফেকো অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় প্রায় ৩৮ জনের। শিবিরে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন দাসপুর গান্ধী মিশন ট্রাস্ট এ কর্নধার নারায়ন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শ্রীসুদাম পড়িয়া, সুকুমার শীঠ ও অরূপ চৌধুরী প্রমুখ।