কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে চতুর্থ দফার বৈঠকে বসার কথা কৃষক নেতাদের!
নিজস্ব সংবাদদাতা : ফসলের ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ আনতে হবে সরকারকে। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার আগেই শর্ত দিয়ে রাখলেন আন্দোলনকারী কৃষকেরা। রবিবারই চণ্ডীগড়ে কৃষকনেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, অর্জুন মুন্ডা এবং নিত্যানন্দ রাই। এর আগে কৃষকদের সঙ্গে কেন্দ্রের তিনটি বৈঠক হলেও, সেগুলি থেকে কোনও রফাসূত্র মেলেনি।কৃষকদের দাবির পাল্টা সরকারি তরফে অবশ্য কিছু বলা হয়নি। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন দাবি করেন, নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের পরিজন মনে করে। কৃষকরা অবশ্য এই আশ্বাসে ভোলার নয়। পাঞ্জাব-হরিয়ানার তিন জন বিজেপি নেতার বাড়ির সামনে এদিন ধর্না দেন কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকায়েতের ঘোষণা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে ২১ ফেব্রুয়ারি ধর্না দেবেন কৃষকরা।