অল্পের জন্য রক্ষা পেলেন দেব,মাঝ আকাশে কপ্টার বিভ্রাট!
নিজস্ব প্রতিবেদন : এবারের ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ঘাটাল। দুইবারের সাংসদ দেবকে এবারও ঘাটাল থেকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল। শুক্রবার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদহে প্রচারে গিয়েছিলেন দেব। একটি রোড শো-ও করেন তিনি। তারই মাঝে মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে বিভ্রাট দেখা যায়। রতুয়া থেকে কপ্টারটি ওড়ার পরই হঠাৎ ধোঁয়া বেরতে দেখা যায়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরই দ্রুত মালদহ এয়ারপোর্টে নামানো হয় হেলিকপ্টার। সেখান থেকেই গাড়িতে সড়কপথে করে রওনা হন দেবকে। জানা গিয়েছে, মালদহের রতুয়া থেকে মুর্শিদাবাদের রানিনগর যাওয়ার জন্য রওনা হয়েছিলেন দেব। এই বিভ্রাটের জেরে সড়কপথে যান। আতঙ্কিত হয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থীও। এদিন অল্পের জন্য রক্ষা পেলেন দেব। এই ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতাও। প্রচার সভায় গিয়ে মমতা জানান, সভায় যাওয়ার পথে খবরটা পেয়েছেন তিনি। মমতা বলেন, “হেলিকপ্টারে আগে থেকেই ধোঁয়া দেখা যাচ্ছিল। আকাশে ওড়ার পর প্রায় আগুন লেগে যায়। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। দেবের সঙ্গে ফোনে কথাও হয়েছে।” অন্যদিকে,মালদহে এয়ারপোর্টে রেখে খতিয়ে দেখা হচ্ছে হেলিকপ্টারটি। আধিকারিকরা জানিয়েছেন, ধোঁয়া দেখা গিয়েছিল ঠিকই, তবে তা আগুন লাগার মতো কোনও ঘটনা নয়। কী ত্রুটির কারণে এমন হল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত নিরাপদে আছেন দেব।