সোমবার রাতে দাসপুরে একটি তামার কারখানায় ভয়াবহ আগুন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হোসনা বাজারে তামার কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দাসপুর থানায়। পুলিশ ও দমকল বাহিনী দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে হাজির হন। দমকল বাহিনীর দু’টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভিতরে অনেক দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে খবর। এদিকে এলাকায় জলের অভাব থাকায় তা নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। ওই সময় প্রচার সেরে ফিরছিলেন দেব। তিনি বলেন, আহত কেউ হননি। ভিতরে যাঁরা ছিলেন, বের করে আনা হয়েছে। একটা সিলিন্ডার ভিতরে ফেটেছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে।