পাঁশকুড়া বনমালী কলেজের প্রথম সমাবর্তন উৎসব!
পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দক্ষিণবঙ্গের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাঁশকুড়া বনমালী কলেজের(স্বশাসিত) প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সমাবর্তন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষ্ঠান সভাপতি অধ্যাপক ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী। সভায় স্বাগত ভাষণ রাখেন কলেজর অধ্যক্ষ অধ্যাপক ডঃ নন্দন ভট্টাচার্য্য। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী তাঁর দীক্ষান্ত ভাষনে ছাত্র ছাত্রীদের উদ্যেশ্যে বলেন,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কুসংস্কার মুক্ত, ধর্মনিরপেক্ষ ও সমতাবোধের শিক্ষা অর্জন করে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন প্রত্যেক ছাত্রছাত্রীদের আরও বিনয়ী,অধ্যাবসায়ী হতে হবে এবং শিক্ষায় উৎকর্ষতার মাধ্যমে গবেষনাধর্মী হয়ে উঠতে হবে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোলকাতা আই আই এস ই আর-এর অধ্যাপক ডঃ নারায়ন ব্যানার্জী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডঃ সব্যসাচী বসু রায়চৌধুরী, কলেজ পরিচালন সমিতির সদস্য ও পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রশাসক নন্দকুমার মিশ্র,প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডঃ সুব্রত কুমার মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে ২০২০ থেকে য়২০২২ সাল পর্যন্ত কলেজ থেকে পাশ করা স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ১,৯০০ ছাত্র ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। স্নাতক স্তরের ২৫টি বিষয়ের ও স্নাতকোত্তর স্তরের ৮টি বিষয়ের পাশকরা ছাত্র ছাত্রীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের হাতে স্বর্ণপদক, রৌপ্যপদক ও সার্টিফিকেট তুলে দেন অধ্যাপক ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর পাঁশকুড়া বনমালী কলেজের পথচলা শুরু হয়।তখন কলেজটি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল।১৯৮৫ সালে কলেজটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে।১৯১৮- ১৯১৯ শিক্ষাবর্ষে কলেজটি স্বশাসিত কলেজের মর্যাদা লাভ করে। এই সমাবর্তন অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখতে একটি স্মরনিকা প্রকাশিত হয়। প্রথম সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।