গণেশ চতুর্থীর আগে মুম্বাইয়ে 'লালবাগচা রাজার' প্রথম দর্শন!
নিজস্ব সংবাদাতা: গণেশ চতুর্থীর আগে মুম্বাইয়ে ’লালবাগচা রাজার’ প্রথম দর্শন, আগামী ২৭শে আগস্ট দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী। তার আগেই ‘লালবাগচা রাজা-র প্রথম ঝলক উন্মোচিত হলো।
রবিবার এই ঐতিহাসিক মূর্তির প্রকাশে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ পরিলক্ষিত হয়। গাঢ় ম্যাজেন্ডা রঙের পোশাকে সজ্জিত ‘বাপ্পা’ এবারও ভক্তদের হৃদয় জয় করেছেন। মুম্বইয়ের তো বটেই, সারা বিশ্বেরই অন্যতম বিখ্যাত গণপতি পুজো হল লালবাগচা রাজার পুজো।
মুম্বইয়ে সারা বছর মানুষ অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য।উঠে গেল পর্দা। দেখা পাওয়া গেল লালবাগচা রাজার। আর সঙ্গে সঙ্গে সারা বিশ্বের গণপতি ভক্তরা আবেগে ভাসলেন।এ বছর লালবাগের রাজা বা লালবাগচা রাজার পুজোর ৯২তম বছর।
একই রকম ভাবে বিশালাকার গণপতির মূর্তিও সকলের সামনে হাজির হয়েছে।১৯৩৪ সালে, লালবাগের রাজা প্রথমবার এসেছিলেন। কয়েক জন মৎসজীবী ও ব্যবসায়ী একত্রিত হয়ে মন্ডল গঠন করেন। তাঁরাই শুরু করেন লালবাগচা রাজার পুজো।লালবাগের রাজার জনপ্রিয়তা শুধু মুম্বইয়েই নয়, তাঁকে দেখতে সারা দেশ থেকে মানুষ আসেন। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সারা দেশের মানুষই হাজির হচ্ছেন এখানে।