সমুদ্রে মাছ ধরছেন কেন্দ্র এবং রাজ্যের নিষেধাজ্ঞা ভেঙে, অভিযোগ !

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : সামুদ্রিক মাছের নিরাপদ প্রজননের জন্য মাছ ধরার উপরে ৬১ দিনের নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র এবং রাজ্য সরকার। মাছ ধরা বন্ধ থাকার সময় মৎস্যজীবীদের ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার চালু করেছে 'সমুদ্র সাথী' প্রকল্প। পরপর দুই মাস মৎস্যজীবী-পিছু পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা। কিন্তু আবেদন জানানোর পরেও সেই সরকারি অনুদান কবে মিলবে, তা নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন বহু মৎস্যজীবী। সমুদ্রে মাছ ধরার উপর রাজ্যে ১৫ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেই সময়সীমা শুরু হওয়ার পরেও কিন্তু বুধবার অনেক জায়গায় ভুটভুটি কিংবা ট্রলারে কিছু মানুষ সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আবার কোথাও মাছের বাজারে মিলেছে সামুদ্রিক মাছ। মৎস্য দফতরের নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন।প্রসঙ্গত, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকবে আগামী ১৪ জুন পর্যন্ত। মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সহ-সভাপতি আনন্দময় অধিকারী বলছেন,"মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্পের টাকা নিয়ে ভাঁওতা দিচ্ছে রাজ্য।" আবার তৃণমূল প্রভাবিত কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেলের দাবি,"রাজ্য সরকার নিশ্চিত ভাবে সমুদ্রসাথী প্রকল্পের আবেদনকারীদের আর্থিক সহায়তা দেবে। নির্বাচন বিধির জন্য এটা সম্ভব হচ্ছে না।"