ভারতে পূর্বাঞ্চলের সবথেকে বড় সাইক্লোথন অনুষ্ঠিত হলো কলকাতায়!
নিজস্ব সংবাদদাতা : কলকাতা সাইক্লোথন ২০২৫ শুধুই সাইকেলের ম্যারাথন ছিল না - ফিটনেসকে গুরুত্ব, পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা এবং নবীন থেকে প্রবীণ, সকলকে এক সুতোয় বাঁধাই ছিল এর লক্ষ্য।তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা যোগ দিয়েছিলেন সাইক্লোথনে। Coal India উদ্যোগে এবং Loha Foundation ও Sports Authority of India(SAI) আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘Kolkata Cyclothon 2025"।
সেখানে যেমন সাইক্লিস্টরা ছিলেন, তেমনই ছিলেন সাধারণ মানুষও । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাইকেলিস্টদের পাশাপাশি এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেন CARE OF KHEJURI NGO এবং Purba Medinipur Cycle Samaj–এর সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ় এবং কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপ।
এ ছাড়াও SAI কলকাতার এক্সিকিউটিভ ডিরেক্টর অমর জ্যোতি, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার, কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান সনোজ কুমার ঝা এবং প্রাক্তন চেয়ারম্যান পি. এম. প্রসাদ এবং কলকাতার পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার,কুনাল আগরওয়াল (IPS, IGP Traffic), ব্যারাকপুর পুলিশ কমিশনারেট IPS অফিসার অম্লান কুসুম ঘোষ,SAI এক্সিকিউটিভ ডিরেক্টর লক্ষ্মণ ডোংরি,কমল কুর্মি,মেহের প্রকাশ তিওয়ারি প্রমুখ।পূর্ব মেদিনীপুর সাইকেল সোসাইটির প্রতিনিধি শুভ্রজিৎ পান্ডা বলেন, "আমাদের দলের প্রায় ৫০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছিলেন।
একই সাথে, আমরা পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চলে সাইক্লিংয়ের সম্ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং প্রশাসনিকভাবে একটি খেলা হিসেবে সাইক্লিংকে আরও গুরুত্ব দিতে চাই। এছাড়াও পুর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব–এর সন্দীাপন সরকার, কলকাতা সাইকেল সমাজ–এর রঘু দাস-সহ পূর্ব ভারতের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০০০–এরও বেশি সাইকেলিস্ট অংশ নেন এই মেগা ইভেন্টে।আয়োজকদের মতে, ফিটনেস, পরিবেশ সচেতনতা এবং সামাজিক সংহতির বার্তা ছড়িয়ে দিতে এই সাইক্লোথন পূর্ব ভারতের ক্রীড়া সংস্কৃতিতে এক নতুন দিগন্তের সূচনা করল।সাইক্লোথন শেষে অনুষ্ঠান মাতিয়ে ছিলেন বলিউড গায়ক শাদাব ফারিদি।