প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাদেরকে দুই মেদিনীপুরের বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ শিবির করার অনুরোধ!
জয়দেব বেরা : ইতিমধ্যে আমরা গণমাধ্যম সূত্রে সবাই দেখছি যে,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বন্যার জন্য ভয়াবহ ভাবে জলমগ্ন।একটানা তিন-চারদিন নিম্নচাপের বৃষ্টির জন্য কাঁসাই নদী সহ কেলেঘাই নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে।বিশেষ করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক এবং তমলুক ব্লক এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কেশপুর, ডেবরা সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিলক্ষিত হয়।একটানা এই নিম্নচাপ তথা প্রাকৃতিক দুর্যোগের ফলে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) থেকে বিপুল জলও ছাড়া হয়।যার ফলে কাঁসাই নদীর বাঁধ ভেঙে উক্ত এলাকা গুলোতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।পাঁশকুড়া, ঘাটাল সহ আরও অন্যান্য বন্যা কবলিত এলাকা গুলোতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও পরিলক্ষিত হয়।ধান চাষ থেকে শুরু করে পান,ফুল এবং সব্জি চাষের বিপুল ক্ষতি লক্ষণীয়।এছাড়াও অসংখ্য ঘরবাড়ি ভেঙে গেছে,বহু মানুষের বাসস্থান চিরতরে হারিয়ে গেছে।বন্যা কবলিত এলাকাগুলোতে বর্তমানে নেই পানীয় জল,যথোপযুক্ত খাবার,বিদ্যুৎ,মেডিক্যাল পরিষেবা সহ অন্যান্য সুযোগ সুবিধা।যদিও NGO সহ রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে তবুও বলতে চাই এই ভয়াবহ দুর্যোগের সময় কোনো রাজনৈতিক অজুহাত ও দ্বন্দ্ব না করেই রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন/শাসকদল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা(NGO)-দেরকে বন্যা কবলিত মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে।বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ শিবির এর আয়োজন করতে হবে অর্থাৎ মেডিক্যাল পরিষেবা দিতে হবে,পানীয় জল,খাবার,পেপার,পোশাক সহ বিভিন্ন প্রয়োজনগুলোকে পূরণ করতে হবে।তাই প্রশাসন সহ NGO দেরকে বন্যা কলবিত এলাকা গুলোতে সর্বদা ভিজিট করে ও ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই।এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রশাসন ব্যক্তিবর্গদের কাছে অনুরোধ জানাই বন্যা কবলিত এলাকাগুলোর সমস্যা সমাধান করুন,মানুষদের পাশে থাকুন এবং আরও সিস্টেমেটিক ও সুপরিকল্পিতভাবে এলাকার উন্নয়ন করুন যাতে এই রকম দুর্যোগ আর নাহয়।