পালবাড়ি কোচিং সেন্টারের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা!

নিজস্ব সংবাদদাতা : পালবাড়ি ফুটবল কোচিং সোসাইটির ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হলো এক দিবসীয় অনুর্দ্ধ ১১ ও অনুর্দ্ধ ১৪ ফুটবল প্রতিযোগিতা। প্রতিটি বিভাগে চারটি করে দল অংশগ্রহণ করেছিল। অনুর্দ্ধ ১৪ তে অংশ নেয় পালবাড়ি ফুটবল কোচিং সোসাইটি,মাদপুর ফুটবল কোচিং সোসাইটি , ওল্ড প্রদীপ সংঘ ও কর্নগড় ফুটবল কোচিং সোসাইটি। এই বিভাগে বিজয়ী হয় মাদপুর ফুটবল কোচিং সোসাইটি। অনুর্দ্ধ ১১ তে অংশ নেয় পালবাড়ি ফুটবল কোচিং সোসাইটি, মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, মেদিনীপুর নার্সারি ফুটবল অ্যাসোসিয়েশন, কর্ণগড় ফুটবল কোচিং সোসাইটি। বিজয়ী হয় পালবাড়ি ফুটবল কোচিং সোসাইটি।

এছাড়াও দুটি ফ্রেন্ডলী ম্যাচ অনুর্দ্ধ ৯ ও কর্মকর্তাদের নিয়ে সৌমিত্র-১১ ও পিন্টদা -১১ এর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুর্দ্ধ ১৪ ট্রফি শ্রদ্ধেয় দেবব্রত দত্ত তার পিতা স্বর্গীয় সুরেশ চন্দ্র দত্তের নামে উৎসর্গ করেন।অনুর্দ্ধ ১১ ট্রফি গণেশ তোষ তার পিতা স্বর্গীয় শশাঙ্ক তোষের নামে উৎসর্গ করেন। সকলেই এই ধরনের প্রতিযোগিতা আরও অনুষ্ঠিত করার আহ্বান জানান।দর্শক ভর্তি মাঠে খেলা নিয়ে সকলের উদ্দীপনা ও উৎসাহ ছিল পরিপূর্ণ। উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।