পশ্চিম মেদিনীপুর ভেটেরান্স ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষ এম ভি কাপ ফুটবল কাপ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর ভেটেরান্স ফুটবল ক্লাবের উদ্যোগে মেদিনীপুর শহরের রাঙামাটি ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষ এম ভি কাপ ফুটবল কাপ। এদিন কিক অফ করে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, বিশিষ্ট ফুটবলার অমিয় ভট্টাচার্য,মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান,শহর যুব তৃণমূল কংগ্রেস অন্যতম নেতৃত্ব আবির আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ক্লাবের তরফে অরুনকান্তি সাহা, মহম্মদ হাবিব জানান, দুদিন ব্যাপী এই টুর্নামেন্টে ৪০ বছরের ঊর্ধ্ব ৮টি দল অংশগ্রহন করবে। এছাড়াও প্রথমদিন অর্থাৎ শনিবার ৪ দলীয় আন্ত বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রবিবার হবে ভেটেরান্সদের ফুটবল প্রতিযোগিতা। মূলত বয়স্কদের খেলামুখী করা পাশাপাশি পরবর্তী প্রজন্মকে খেলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন।