৪০ বছর পর প্রথমবার, রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় প্রধানমন্ত্রী!
নিজস্ব সংবাদদাতা : ১৯৮৩ সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফরে এসেছিলেন। এরপর নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি অস্ট্রিয়া সফরে গেলেন। আজ, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যন ডের বেলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী।এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলার ৷ এক্স হ্যান্ডেলে মোদির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "অস্ট্রিয়াতে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত হয়েছি । দীর্ঘ কয়েক যুগ ধরে অস্ট্রিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে । আমার আশা দু'দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনা ফলপ্রসূ হবে ৷"