মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবছর শুরু থেকেই একাধিক পদক্ষেপ করেছিল রাজ্য প্রশাসন!

নিজস্ব সংবাদদাতা :  বছরের নানা সময়ে হাতির তাণ্ডব নিয়ে ঘোরতর আতঙ্কে থাকেন বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড়-সহ জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। হঠাৎ হাতির হানার ভয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে রাস্তায় যাতায়াত করার সময়েও বাড়তি সতর্ক থাকতে হয় এখানকার বাসিন্দাদের। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ভয় আরও বেশি। এবারও মাধ্যমিক ২০২৪পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পৌঁছে দেওয়া হয়েছে, এলিফ্যান্ট জোনের রাস্তাগুলিতে বাড়তি পেট্রোলিং করছে বনদফতর।বন দফতর সূত্রে খবর বড়জোড়া রেঞ্জে বড়জোড়া ৪টি,দক্ষিণ সরাগড়া ২০টি,উত্তর সরাগড়া ২টি, জি.ঘাঁটি বড়জুড়ি ২টি,রাধানগর ইচ্ছারিয়া ১৪টি,বেলিয়াতো শালুকা ২টি,কাঁটাবেন্স ২টি,লাদুনিয়া ১৭টি,সোনামুখী গোঁসাইবাঁধ ৫টি হাতি আছে।রূপনারায়ণ বনবিভাগ: মোট: ২টি। রেঞ্জ: গোয়ালতোড়, জঙ্গলখাস-৬৮৮, হাতি ১টি, রেঞ্জ: হুমগড়, হদহদি, হাতি ১টি। হাতি সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য রূপনারায়ন বনবিভাগের নজরদারি চলছে ও পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যাবস্থা করা হয়েছে।