বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে এবার হামলা, ভাঙচুর!

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার পৈতৃক বাসভবনে সোমবার গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে একটি মিছিল থেকে আলাদা হওয়া ২০–৩০ জন বাড়ির মধ্যে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

ঘটনার কিছুক্ষণ আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাসিনা-আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে এলাকায় আনন্দ মিছিল বের হয়েছিল।প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, মিঠামইন বাজার থেকে বিএনুই নেতা আলমগীর শিকদারের নেতৃত্বে প্রায় শতাধিক লোকের মিছিল বের হয়। “কামালপুর গ্রামের কাছে এসে হঠাৎই মিছিলের একটি অংশ আলাদা হয়ে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে গেট ভেঙে ভেতরের আসবাবপত্র, দরজা–জানালা ও ছবির ফ্রেম ভাঙচুর করে,” বলেন তিনি।মিঠামইন থানা পুলিশের আধিকারিক আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, “বাড়ির কয়েকটি জিনিসপত্র নষ্ট করা হয়েছে। কেউ আহত হয়নি।” পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।