প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ!
নিজস্ব সংবাদাতা : প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিক, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ। মঙ্গলবার ভোরে ৯২বছর বয়সে বেঙ্গালুরুর নিজের বাসভবনে চির নিদ্রার দেশে পাড়ি দিলেন। দীর্ঘদিন অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। যদিও খানিক সুস্থ হয়ে কিছু দিন আগে ফিরেছিলেন বাড়ি। উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মনমোহন সিংহের বিদেশ মন্ত্রকের ভূমিকা পালন করেছেন পরে বিজেপিতে (২০১৭) যোগ দেওয়া বর্ষীয়ান এই রাজনীতিবিদ। যদিও রাজনৈতিক মত নির্বিশেষে অনেকেই বলেন,কৃষ্ণের বিশেষ অবদান রয়েছে বেঙ্গালুরুকে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,‘‘এসএম কৃষ্ণজির সঙ্গে বহু বার কথা বলার সুযোগ হয়েছে। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের আমি সমবেদনা জানাই।’