মেদিনীপুর শহরের ইন্ডিয়া ফার্মাসি ও পলিক্লিনিক এসোসিয়েশটস কর্তৃপক্ষের উদ্যোগে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির!

নিজস্ব সংবাদদাতা : শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১৪ই নভেম্বর মেদিনীপুর শহরের ইন্ডিয়া ফার্মাসি ও পলিক্লিনিক এসোসিয়েশটস কর্তৃপক্ষের উদ্যোগে এবং মেদিনীপুর সদর ব্লকের হরিশপুর বিবেকানন্দ শিশু নিকেতন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে বিদ্যালয়ের শতাধিক কচিকাঁচার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

কর্মসূচিতে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ সিং।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন বিশিষ্ট সমাজকর্মী, জেলা আইনি পরিষেবা দফতরের অধিকার মিত্র পিয়ালী মোদক, এক্স এক্সিকিউরিটি মনিটর অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ফার্মাসিস্ট এ কে মোদক,সমাজকর্মী নীলিমা দাস প্রমুখ ।

স্বাস্থ্য পরীক্ষা করেন মেদিনীপুর মেডিকেল কলেজের স্বনামধন্য চিকিৎসক ড. মহম্মদ ইরফান আলম,কলকাতা মেডিকেল কলেজের দন্ত চিকিৎসক ডাঃ সুমন সিং কলকাতা রুবি হাসপাতালের ডায়েটিসিয়ান ঐশী রায়।শিশুদের স্বাস্থ্য পরীক্ষা সঠিক সুষম খাবারের উপদেশ ও অংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে গোটা অনুষ্ঠানটি সাড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়।