বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থানার লক্ষীপুর পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর বাদিরচক মা সারদা শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রায় ১০০ জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন ( চৈতন্যপুর ) এর পরিচালনায় এবং বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রমের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ভবানীপ্রসাদ দাস, প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ শংকর নেমু, স্বপন নন্দী, শিক্ষক শান্তনু পাল,লালু দে, সহ অন্যান্যরা। যাদের ছানি অপারেশন করতে হবে তাদের সব রকম ভাবে সহযোগিতা এবং পাশে থাকবে আশ্রম।
ক্যাম্পটি খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। আশ্রমের তরফ থেকে সদস্য শিক্ষক ভবানীপ্রসাদ দাস বাবুরপুকুর বিবেকানন্দ সেবাশ্রম এবং বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনকে( হলদিয়া চৈতন্যপুর ) বিশেষভাবে ধন্যবাদ জানান। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলেন, এলাকার দুঃস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে।