ঝাড়গ্রামের উন্নয়নে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর!
ঝাড়গ্রাম নিজস্ব প্রতিবেদন : চব্বিশের লোকসভা নির্বাচনের পর প্রথমবার ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স থেকে ঝাড়গ্রাম স্টেডিয়ামের অনুষ্ঠান স্থলে আসেন মুখ্যমন্ত্রী। ভারত ছাড়ো আন্দোলন উপলক্ষে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রী বিরবাহা হাঁসদা ও আদিবাসী মহিলা শিল্পীদের সঙ্গে নৃত্যে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টোদিকে বন দফতরের ৬৪ একর জমিতে ১০ কোটি টাকা খরচ করে টাইগার সাফারি তৈরি করা হবে। এছাড়াও আদিবাসী উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন ভারতছাড়ো আন্দোলনের দিন ছিল। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, জঙ্গলমহলেও অনেক বিশ্রুত জনজাতি-মূলবাসী স্বাধীনতা যোদ্ধা রয়েছেন। ওই বিস্রুত স্বাধীনতা যোদ্ধাদের নাম ও তথ্য সংগ্রহ করে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন অলিম্পিকে ভিনেশের ছিটকে যাওয়া প্রসঙ্গেও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমি এক সময় কেন্দ্রীয় যুব ক্রীড়া দফতরের মন্ত্রী ছিলাম। তখন থেকে আমি পরিকল্পনা করেছিলাম অ্যাকাডেমি তৈরি করে ক্রীড়া প্রতিভাগুলিকে তুলে আনা যায়। যারা রুপো জয় করেছে, আমি ব্যথিত যে মেয়েটি সোনা আনতে পারত, কি কারণে বা কেন তাকে বঞ্চিত করা হল সেটা দেশবাসী জানবে আগামী দিন। তবে তাকেও আমি অনেক অভিনন্দন জানাই।