গাজায় পরমাণু হামলা চালাবে ইজরায়েল!

নিজস্ব প্রতিবেদন : গাজায় আক্রমণের ঝাঁঝ দিনে দিনে বাড়াচ্ছে ইজরায়েল। অন্য দিকে হামাস জানিয়ে দিয়েছে, গাজায় সিটিতে ইজরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তারা প্রস্তুত। এই পরিস্থিতিতেই হামাসকে পুরোপুরি শেষ করতে গাজায় পরমাণু বোমার ফেলার কথা বলেছিলেন ইজরায়েলের হেরিটেজ মিনিস্টার অ্যামিচাই এলিয়াহু। যুদ্ধে ইতি টানতে পরমাণু বোমা হামলাকে অন্যতম বিকল্প বলে উল্লেখ করেছিলেন। রেডিয়োতে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন ইজরায়েলের মন্ত্রী। গাজায় পরমাণু হামালার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। মন্ত্রীর বক্তব্যের ‘কোনও বাস্তব ভিত্তি নেই’ বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে নেতানিয়াহু বলেছেন, “ইজরায়েল এবং আইডিএফ উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক আইন মেনে অপারেশন চালাচ্ছে। যাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। জয় পাওয়া অবধি আমরা তা করে যাব।”