চিন-ভারত সম্পর্কের বরফ গলছে!পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গালওয়ান উপত্যকা.....

নিজস্ব সংবাদদাতা: চিন-ভারত সম্পর্কের বরফ এবার ধীরে ধীরে গলতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে কাছাকাছি আসছে দুই দেশ। সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাবের ইঙ্গিত মিলেছে, যার এক গুরুত্বপূর্ণ প্রমাণ — গালওয়ান উপত্যকা পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত। সোমবারই দিল্লিতে ভারতের এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এর মধ্যেই জানা গেল, এক দশক ধরে সীমান্ত উত্তেজনা এবং সামরিক অবস্থানের কারণে বিতর্কিত এই অঞ্চল পর্যটকদের জন্য নিষিদ্ধ ছিল। তবে এবার সেই দরজা খুলছে, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সম্ভাবনা নিয়ে। গালওয়ান উপত্যকা, যা লাদাখ অঞ্চলের অংশ, ২০২০ সালে চিন-ভারত সামরিক সংঘর্ষের পর আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে। সেই সংঘর্ষের স্মৃতি আজও তাজা, তবে সাম্প্রতিক বৈঠকে দুই দেশই সীমান্ত অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার উপর জোর দেয়। বিশ্লেষকরা মনে করছেন, "হাতি বনাম ড্রাগনের" প্রতীকী দ্বন্দ্ব এবার পরিণত হচ্ছে সহযোগিতার গল্পে। এই সিদ্ধান্ত শুধু পর্যটনের জন্য নয়, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি সিয়াচেনকেও পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার ভাবনাচিন্তা চলছে।