পাচারের আগেই আসানসোলে যাত্রীবাহী বাসে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা!
নিজস্ব সংবাদদাতা : পাচারের আগেই হাতেনাতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা,বড়সড় সাফল্য পেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। । ঝাড়খণ্ড থেকে বাসে আসানসোল হয়ে মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে গেল ১৬ কেজি গাঁজা । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে । ঘটনায় আর অন্য কেউ জড়িত আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ ।গত ২০শে ডিসেম্বর শনিবার বিকেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পায়, ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণে গাঁজা পাচার করা হবে । সেই মতো আসানসোল উত্তর থানাকে জানানো হয় । উত্তর থানার বিভিন্ন এলাকায় পুলিশ সক্রিয় হয়ে ওঠে । অতীতে দেখা গিয়েছে, জাতীয় সড়ক সার্ভিস রোড এবং অন্যান্য রাস্তা ব্যবহার করে শহরে ঢোকে গাঁজা পাচারকারীরা । সেই মতো পুলিশ চারিদিকেই নজর রাখছিল । এরপর গোয়েন্দা বিভাগ জানতে পারে, ঝাড়খণ্ড থেকে আসানসোলগামী বাসেই গাঁজা নিয়ে আসছে পাচারকারী ।ধৃতকে রবিবার আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতের জন্য় আবেদন করে পুলিশ। এই পাচারের ঘটনায় বড় কোন চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।