গড়বেতার বহড়াশোল জঙ্গলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ! প্রেমিক সহ তিন অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা...


নিজস্ব সংবাদদাতা : প্রেমের বিশ্বাসে ভর করেই নেমে এসেছিল বিভীষিকা। পাঁচ বছর আগের সেই ন্যক্কারজনক ঘটনার রায় ঘোষণা করল মেদিনীপুর আদালত। গড়বেতার বহড়াশোল জঙ্গলে সংঘটিত গণধর্ষণ মামলায় তিন অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিন। অভিযোগ অনুযায়ী, ২১ বছরের ওই তরুণীকে বহড়াশোল জঙ্গলে ডেকে নিয়ে যান তাঁর প্রেমিক সুরজ সরেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সুরজের তিন বন্ধু। নির্জন জঙ্গলে তরুণীকে আটকে রেখে একের পর এক শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। মামলার সরকারি আইনজীবী দেবাশিস মাইতি জানান, ঘটনার পর অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। তার বিচার চলছে জুভেনাইল আদালতে। বাকি তিন জনের বিচার চলছিল মেদিনীপুর আদালতে। দীর্ঘ শুনানি পর্বে মোট ১৩ জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়। সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) ধারায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক উদয় রানা। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, এই অপরাধ শুধু নির্যাতিতার শরীর নয়, সমাজের বিবেককেও আঘাত করেছে। রায় ঘোষণার পর আদালত চত্বরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন নির্যাতিতার পরিবার। পাশাপাশি নির্যাতিতাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও ক্ষতিপূরণ কখনও হারানো সম্মান বা মানসিক যন্ত্রণা ফিরিয়ে দিতে পারে না, তবু এই রায় সমাজে একটি কড়া বার্তা দিল—বিশ্বাস ভাঙার এই ধরনের অপরাধের কোনও ক্ষমা নেই।