ঘাটাল পাঁশকুড়া রাস্তার কাজে ভোগান্তি, অবরুদ্ধ রাজ্য সড়ক!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : ভোর রাত থেকে তীব্র যানজট রাজ্য সড়কে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর তৈরি হয়েছে তীব্র যানজট। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে দাসপুরের বকুলতলা অবধি তীব্র যানজট রয়ছে। আর এতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।সকাল থেকে ঘাটাল থেকে দাসপুরের বকুলতলা পর্যন্ত তীব্র যানজটে অতিষ্ঠ পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ধীর গতিতে চলছে যান চলাচল। আর এই সম্প্রসারণের কারণেই ভোর রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় ৬ কিলোমিটার রাস্তা জুড়ে। ঘাটাল থেকে দাসপুরের বকুলতলা পর্যন্ত রাজ্য সড়কের উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক। রাস্তায় ঠায় দাঁড়িয়ে রয়েছে বাসও। চরম সমস্যায় সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা।স্থানীয়দের দাবি, ভোর রাত থেকে এই ছয় কিলোমিটার রাস্তায় গাড়ির সংখ্যা ক্রমেই বাড়তে চলেছে। এই যানজট থেকে কখন মুক্তি মিলবে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। সমস্যার কারণে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর তৈরি হওয়া যানজট ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে।কারণ এই রাস্তা দিয়ে অনেকেই নিয়মিত ব্যবসার সামগ্রী নিয়ে যান। নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছতে পারলে না খারাপ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তবে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।