ঘাটাল মহকুমার দাসপুর ২ নম্বর ব্লকের সরকারি প্রকল্পের পাইপ চুরি চক্রে ধৃত ৭ জন!
নিজস্ব সংবাদদাতা : সরকারি পানীয় জল প্রকল্পের পাইপ চুরি চক্রের তদন্তে নেমে এবার ‘সর্ষের মধ্যে ভূতের’ হদিশ পেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর ২ নম্বর ব্লকের চাইপাট এলাকায় সরকারি পাইপ চুরি করতে আসে একদল দুষ্কৃতী।
সেই খবর পাওয়ার পরেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর পুলিশ প্রশাসনের পুরো টিম ওই দুষ্কৃতীদের ঘিরে নেয়। এরপর ঘটনাস্থল থেকে সাত জনকে গ্রেফতার করে পুলিশ।সাত জন দুষ্কৃতীদের নাম হলো ইসরাফিল হক, মতিন শেখ,মোহাম্মদ গুড্ডু,কার্তিক বাছার, বাচ্চু সিং,শরিফুল শেখ,মাসাদুল হক । ওই দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় একটি শর্ট গান, একাধিক গুলি ও একাধিক অস্ত্র। বাকি লোহার পাইপ তারা কোথায় পাচার করেছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করে তা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে।