ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো আট বছরের একটি শিশু!

নিজস্ব সংবাদদাতা: ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর তথা খড়ার উদয়গঞ্জ গ্রামের বাসিন্দা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও আট বছরের একটি শিশু সীমন্তী নন্দীগ্ৰামী। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা কর্তৃক আয়োজিত ক্যান্সার রোগীদের জন্য চুল দান শিবিরে ঘাটালের বেশ কয়েকজন ক্যান্সার রোগীদের জন্য চুল দান করতে এগিয়ে আসেন। তাদের মধ্যে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো আট বছরের একটি শিশু সীমন্তী নন্দীগ্ৰামী ।

খড়ার উদয়গঞ্জ গ্রামের বাসিন্দা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও আট বছরের সীমন্তী নন্দীগ্ৰামী

তার সঙ্গে চুল দান করলো পুরুলিয়ার বেলা মাহাতো,তিনি একজন স্বাস্থ্যকর্মী । ঘাটাল মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস বলেন ,ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে আট বছরের একটি শিশু,এর আগে ঘাটালে এত কম বয়সে কেউ চুল দান করেননি।তিনি খুবই খুশি ও গর্বিত। আগামী দিনেও সে এভাবেই নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন । পাশাপাশি সে অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।