ঘাটাল দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল উদ্যোগে ট্রাষ্ট রক্তদানের গুরুত্ব ও জলছত্র শিবির!

নিজস্ব সংবাদদাতা :  রবিবার ৪ঠা মে ঘাটাল দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল উদ্যোগে ট্রাষ্ট রক্তদানের গুরুত্ব ও জলছত্র শিবির করা হলো। মাথার ওপর তাপমাত্রার পারদ প্রায় ৪৪ ডিগ্রি ছুঁই ছুঁই। সকাল ন'টা না বাজতেই শুনশান রাস্তা ঘাট। নিতান্তই প্রয়োজন না পড়লে বেরোচ্ছেন না কেউই। তাই দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাষ্ট কর্তৃক পরিচালিত রক্তদান শিবিরের জন্য পাঁচবেরিয়া থেকে সোনামুই পর্যন্ত প্রচার চালানো হলো এবং একই সঙ্গে ট্রাস্টের পক্ষ থেকে রাস্তার পথিক জনদের ঠান্ডা পানীয় সরবত বিতরণ করা হলো। তারা বলেন রক্তদানের মূল উদ্দেশ্য হলো জীবন বাঁচানো, তাই রক্তদানের সময় কখনোই দুবার ভাবা উচিত নয়। এটি মানবতার প্রতীক। এটি রক্তদাতার জাত, ধর্ম এবং ধর্ম দেখে না। এবার তারা রক্তদান উৎসব পালন করতে চলেছে ৮ই মে বৃহস্পতিবার।