ঘাটাল নাড়াজোল রাজ কলেজের উদ্যোগে বাণিজ্য দিবস পালন ও বাণিজ্য পরিকল্পনা প্রতিযোগিতার আয়োজন!
নিজস্ব সংবাদদাতা : নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে ও উৎসাহ দেওয়ার জন্য ঘাটাল মহকুমাস্থিত নাড়াজোল রাজ কলেজের অন্ত্রোপ্রেনরশিপ সেলের উদ্যোগে আয়োজিত হল "ন্যায্য বাণিজ্য দিবস সেমিনার। সেমিনার উদ্বোধন করেন নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ ড: বাসুদেব মন্ডল এবং ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। ড: বাসুদেব মন্ডল ছাত্রছাত্রীদের সবক্ষেত্রে চাকরির অপেক্ষা না করে এন.ই.পি. কারিকুলামের সফল বাস্তবায়নের জন্য সরকারি ঋণ ব্যবস্থার সুযোগ নিয়ে ব্যবসা বাণিজ্যে উত্তীর্ণ হওয়ার উপদেশ দেন। মুখ্য বক্তা সুমন বিশ্বাস ছাত্রছাত্রীদের স্ব-উদ্যোগ ও স্টার্ট আপ সম্বন্ধে সচেতন করা, বাঙালিদের বাণিজ্য ও উদ্যোগশিল্প প্রতিষ্ঠার গৌরবময় ইতিহাস ব্যক্ত করা এবং সেইসঙ্গে শ্রম শিল্পে ন্যায়নীতি পালন, মানবাধিকার ও শ্রমিকের অধিকার রক্ষা ও উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে পরিবেশ প্রকৃতিকে সংরক্ষণ করার বার্তা এই সেমিনারের মাধ্যমে প্রচার করেন।
সেমিনারের আহ্বায়ক অধ্যাপক প্রজ্ঞা পারমিতা মন্ডল জানান যে বাঙালির ব্যবসায়িক দক্ষতা নেই এই ধারণাকে খন্ডন করে ছাত্রছাত্রীদের মধ্যে বাণিজ্যিক স্বাক্ষরতা সঞ্চারিত করার উদ্দেশ্যে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। আলোচনার শেষে "আন্তঃকলেজ বাণিজ্য পরিকল্পনা প্রতিযোগিতা"-র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন ডিজিটাল স্টার্ট আপের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা এবং অনুরূপ উদ্যোগ গ্রহণে ইচ্ছুক পড়ুয়ারা তাদের অভিনব সৃজনশীল বাণিজ্যিক ভাবনা বিচারকদের সামনে উপস্থাপনা করে এবং অত্যন্ত মূল্যবান পরামর্শ লাভ করে। নতুন প্রজন্মকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ তুলে ধরে নাড়াজোল রাজ কলেজ।
#innovativethinking#ghatal#PASCHIM_MEDINIPUR