ঘাটাল পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদাতা :  রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো ঘাটাল পঞ্চায়েত সমিতি ও ঘাটাল ব্লক প্রশাসন। বুধবার,২রা জুলাই ঘাটাল পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে ঘাটাল শহরের ব্লক প্রশাসনের প্রাঙ্গণে এই রক্তদান ভবনে আয়োজিত এক বৃহৎ আকারের রক্তদান শিবিরে মোট ১৬৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।

মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল,BMOH মৌলিক চ্যাটার্জী সহ সমস্ত কর্মাধ্যক্ষগন। বিকাশ কর বলেন এক ইউনিট রক্ত, একটি জীবন বাঁচাতে পারে।আসুন, আমরা সকলে মিলে সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করি।