ভারতীয় রেডক্রশ সোসাইটির উদ্যোগে বিভিন্ন বন্যা কবলিত এলাকার ত্রিপল ও ত্রাণ বিতরণ!
নিজস্ব সংবাদাতা : ঘাটালের বিভিন্ন বন্যা কবলিত এলাকা ভারতীয় রেডক্রশ সোসাইটির উদ্যোগে ঘাটাল ব্লক এর শিলারাজনগর এ ৫০জন মহিলা সহ পুরুষ হাইজেনিক কিট, কিচেন সেট, ত্রিপল প্রদান করা হয় । উপস্থিত সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) , রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় সদস্য দিলীপ মাঝি সহ সদস্য, ও সদস্যরা। জলবন্দী ওই সমস্ত অসহায় পরিবারগুলির দুর্দশা দেখে তাদের হাতে ভারতীয় রেডক্রশ সোসাইটির তরফে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন। এবং অসহায় দুর্গত মানুষজনের পাশে থাকার বার্তা দেন ভারতীয় রেডক্রশ সোসাইটির সম্পাদক ও গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) ।