কোলাঘাট থেকে সাইকেল চালিয়ে পরিবেশ বার্তা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস!

নিজস্ব সংবাদদাতা :  এবার নতুন রূপে বৃক্ষরোপণ পরিবেশ বার্তা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস । এটি একটি পরিবেশ বার্তা যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বার্তাটি পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করে এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে উৎসাহিত করে। সামনে একজন সাইকেল চালিয়ে চলেছেন, পরনে জিন্স, কালো টি শার্ট ঝোড়ো হাওয়ায় কপালে লেপটে থাকা অবাধ্য চুলগুলোকে সরিয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে চলেছেন। সুমন বিশ্বাস বলেন বৃক্ষরোপণ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি বিভিন্ন জীবন্ত প্রাণীর আবাসস্থল তৈরি করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে, বীরসিংহ বড় পুষ্করিণী, বিদ্যাসাগর পার্কে গ্রীন ট্রাভেলার্স এর উদ্যোগে ১১১ টি আম গাছের চারা লাগানো হলো। সঙ্গে ছিলেন ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর,বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, সবুজের অভিযান চলুক। সবাইকে এগিয়ে আসতে হবে পরিবেশ রক্ষার জন্য। বিপ্লব ভট্টাচার্য বলেন, মহকুমা শাসকের আহবানে এই উদ্যোগ। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে এসে বৃক্ষরোপণ। বিকাশ কর বলেন হরিসিং পুরে পার্কে গাছ লাগানো তার সঙ্গে মানুষের মধ্যে পরিবেশ রক্ষার প্রতি দায়িত্ববোধ তৈরি করে।