বন্ধ হয়ে গেলো ব্রিটানিয়া তারাতলা ইউনিট!
নিজস্ব সংবাদদাতা : বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি।দেশের অন্যতম প্রাচিন এই বিস্কুট কারখানার বয়স ৭৭ বছর প্রায়। কলকাতা পোর্ট ট্রাস্টের জমি লিজ নিয়ে গড়ে উঠেছিল ১৯৪৭সালে। প্রায় ২৬ বছরের লিজ বাকি থাকা সত্ত্বেও এই সিদ্ধান্তের কারণ কেবলই অর্থনৈতিক ক্ষতি বলেই জানানো হয়েছে। কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন। অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। জানা গিয়েছে মে মাস থেকেই এই কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এবার একেবারেই ঝাঁপ পড়ল কারখানার। যার জেরে নিমিষে কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক।ঠিক কী কারণে হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোম্পানিতে যাঁরা ১০ বছরের বেশি সময় ধরে কাজ করতেন, তাঁদের এক কালীন টাকা দিয়েছে কর্তপক্ষ। তাঁদেরকে এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ছ থেকে দশ বছরের নীচে যারা চাকরি করেছে, তাঁদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি।