২৭ তম রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ২২ জন সোনা রুপা ও ব্রোঞ্জ পদক জয়ী হলো পশ্চিম মেদিনীপুর জেলার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত ২৭ তম রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ২২ জন সোনা রুপা ও ব্রোঞ্জ পদক জয়ী হলো পশ্চিম মেদিনীপুর জেলার। রবিবার সেই সমস্ত সফল প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের উৎসাহিত করতে সংবর্ধনা জ্ঞাপন করলো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে - ডু এ্যাসোসিয়েশন। এদিন মেদিনীপুর শহরের কালেক্টরেট লাগোয়া একটি আবাসনে রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ২২ জন সফল প্রতিযোগীদের উৎসাহ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, খেলার জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব অনুপ সাউ, সংগঠনের সাধারণ সম্পাদক রাসবিহারী পাল সহ সমস্ত কোচরা। রাসবিহারী বাবু জানান, এই প্রতিযোগিতায় এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অংশ নিয়েছিল ৩১ জন প্রতিযোগী। তার মধ্যে বিভিন্ন বিভাগে জয়ী হয়েছেন ২২ জন। যাদের মধ্যে সোনার পদক জিতেছেন ৯ জন, রুপার পদক জিতেছেন ৮ জন এবং ব্রোঞ্জের পদক পেয়েছেন ৫ জন। আগামীদিনে এই ২২ জনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে অ্যাসোসিয়েশনের তরফে। যাতে তাঁরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে।অনুষ্ঠানে উপস্থিত দুই অতিথি সংগঠনের ছাত্রছাত্রীদের এই সাফল্যে অভিভূত। তারা এই সাফল্যের জন্য প্রতিযোগীদের উৎসাহ প্রদান করার পাশাপাশি অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করেন।