গত ১২ ই ডিসেম্বর থেকে ১৪ ই ডিসেম্বর অনুষ্ঠিত হল ভিরিঙ্গী জোড়া পুকুর কালী মন্দিরের বার্ষিক অনুষ্ঠান।

গত ১২ ই ডিসেম্বর থেকে ১৪ ই ডিসেম্বর অনুষ্ঠিত হল ভিরিঙ্গী জোড়া পুকুর কালী মন্দিরের বার্ষিক অনুষ্ঠান। পূজার পরেরদিন প্রতি বছরের মতো আয়োজন করা হয় এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। জি বাংলা সারেগামাপা র বিজেতা অঙ্কিতা ভট্টাচার্য্য ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসম মুখার্জীর জমজমাট সঙ্গীতানুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, স্থানীয় প্রাক্তন কাউন্সিলার রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর নগর নিগমের বিশিষ্ট আধিকারিক দীপঙ্কর লাহা, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিপ্লবী সংবাদ দর্পণ পত্রিকা ও সংবাদ দর্পণ ডিজিটালের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় বিশিষ্ট সমাজ সেবী ও উদ্যোগপতি বিকাশ কর্মকার ও তন্ময় রায় কে। অনুষ্ঠানের পরের দিন আয়োজন করা হয় বিশাল এক নর নারায়ন সেবার। উদ্যোক্তারা জানান প্রতি বছরই খুবই আড়ম্বরের সাথে আরধিত হন মা।