গতকাল পাথর খাদানে মৃত্যু পাঁচ বছরের শিশুর, তবুও কী হুঁশ ফিরবে প্রশাসনের প্রশ্ন থেকেই যাচ্ছে?

দিনের পর দিন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একাধিক এলাকায় উত্তোলিত হয়েছে মোরাম ও পাথর, রয়ালিটি ও দেওয়া হয়েছে সরকারকে। গতকাল সেই পাথর খাদানের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটে বছর পাঁচেকের এক শিশু কন্যার। এই মৃত্যুর দায় কার? প্রশ্ন থেকেই যাচ্ছে। নিয়মানুযায়ী দূর্ঘটনা এড়াতে পাথর খাদনে পাথর উত্তোলনের পর সেই স্থান বালি অথবা মাটি দিয়ে ভরাট করতে হয়। বেশিরভাগ পাথর খাদনের মালিকের বিরুদ্ধেই এই নিয়ম অমান্য করার অভিযোগ। উত্তোলনের পর খাদান ভরাট হয়েছে কি না তার নজরদারির দায়িত্ত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। এই অনিয়মের ছবি প্রায়শই দেখা যাচ্ছে এলাকাতে। গভীর পাথর খাদানের পাশেই রয়েছে জনবসতি, রয়েছে অনেক শিশুও। গতকালের এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য এই খাদান গুলির ওপর নজরদারী বাড়ানোর আবেদন স্থানীয় বাসিন্দাদের। জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট,সংবাদ দর্পণ।