হাওড়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন!

নিজস্ব প্রতিবেদন : বুধবার সকালের ব্যস্ত সময়ে ফের লোকাল ট্রেন ভোগান্তি। হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। এদিন সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে ট্র্যাক বদলানোর সময় বাঁধে বিপত্তি। এই ঘটনায় লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে কোনও যাত্রীর আহত হওয়ার খবর নেই। ঘটনার খবর পাওয়ার পর রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এই ঘটনায় হাওড়া- খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত।সপ্তাহের তৃতীয় কাজের দিন লোকাল ট্রেন ভোগান্তির মুখে অফিস যাত্রীরা। হাওড়াতে টিকিয়াপাড়া কারশেডের কাছে ল হাওড়াগামী ইএমইউ লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগনান থেকে হাওড়াগামী লোকাল স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার কারণে লোকাল ট্রেনে মৃদু ঝাঁকুনি হয়। ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা পায়ে হেঁটে স্টেশনে পৌঁছন। এখন মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে।