ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা কর্তৃক আয়োজিত শিবিরে চুল দান করলেন এক স্বর্ণশিল্পী ও এক গৃহবধূ !

নিজস্ব সংবাদদাতা: ১৯ শে নভেম্বর বুধবার, ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা কর্তৃক আয়োজিত এক শিবিরে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে চুল দান করলেন এক স্বর্ণশিল্পী ও এক গৃহবধূ। চুল দান করলেন সুপর্ণা খাঁড়া(গৃহবধূ) ও আনন্দ মাজি(স্বর্ণশিল্পী)। তাঁরা বলেন এই চুল ক্যানসার আক্রান্ত মহিলাদের কাজে লাগলে সব থেকে খুশি হব আমরা । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার ত্রাণ ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিংহ রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভদীপ সিংহ রায় আরও বেশি মানুষকে ক্যান্সার রোগীদের জন্য চুল দানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।