মেদিনীপুর শহরের হব্বিবপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের হব্বিবপুর এলাকায় বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গড়ে ওঠা এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় এলাকার বহু সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিমা সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

রাজ্যের “সুস্বাস্থ্য কেন্দ্র প্রকল্প”-এর অংশ হিসেবেই মেদিনীপুর পৌরসভার এই এক নম্বর ওয়ার্ডের হব্বিবপুর এলাকায় নতুন কেন্দ্র চালু করা হলো। এখান থেকে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ পাবেন। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, এই কেন্দ্র চালু হওয়ায় মেদিনীপুর পৌর এলাকার কয়েক শতাধিক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন।