একসঙ্গে ৯৩ জন ডাক্তারকে শোকজ নোটিস স্বাস্থ্য দফতরের!
পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৯৩ জন ডাক্তারকে শোকজ নোটিস স্বাস্থ্য দফতরের। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন লঙ্ঘন করার অভিযোগে ৯৩ জন ডাক্তারকে শোকজের নোটিস পাঠাল স্বাস্থ্য দফতর। এই সমস্ত চিকিৎসক সরকারি হাসপাতালে কর্মরত থাকার সত্ত্বেও বেসরকারি নাসিংহোমে প্যাকটিস করার অভিযোগ উঠেছে। ডাক্তারদের পাশাপাশি প্রায় ৭০ টি নার্সিংহোমেও নোটিশ পাঠানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। তমলুকের নামকরা চিকিৎসকদের কাছে কারণ দর্শানোর নোটিস গিয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ ১৫টি, কেউ ১৬টি, আবার কেউ ২৯টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। ক্লিনিক্য়াল এস্টাব্লিস্টমেন্ট পোর্টালে এই তথ্য উঠে এসেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে।