নেপালে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস,নদীতে ভেসে গেল ২টি পর্যটক বোঝাই বাস!

নেপাল নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টি চলছে নেপালের বির্স্তীৰ্ণ এলাকা জুড়ে ৷ বেশ কিছু দিন ধরে বৃষ্টিতে বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে নদীগুলি সাথেসাথে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামছে ৷ তারই জেরে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়ল দু’টি যাত্রীবোঝাই বাস। নেপালে পর্যটক বোঝাই দুটি বাস নদীতে পড়ে মৃত্যু হল সাত জন ভারতীয়ের ৷ জানা গিয়েছে, শুক্রবার নেপালের সিমালতালে পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে দুটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে নদীর মধ্যে পড়ে৷ ওই বাস দুটি নারায়ণঘাট-মুগলিং রোড ধরে যাচ্ছিল ৷ দুটি বাসে মোট ৬৫ জন যাত্রী ছিলেন ৷ চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব জানান, 'আজ ভোর সাড়ে ৩টে নাগাদ নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দু’টি বাস। যাচ্ছিল কাঠমাণ্ডুর দিকেই রাস্তায় হঠাৎ ভূমিধস নামে। আর তাতেই ছিটকে নদীতে গিয়ে পড়ে বাস দুটি। ভেসে যান সব যাত্রীরাই'।দ্রুত ঘটনাস্থলে যান নেপালের স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারা। তল্লাশি তবে এক নাগাড়ে বৃষ্টি তল্লাশি অভিযানে বাধার সৃষ্টি করে যা সমস্যায় ফেলে উদ্ধারকারীদের। এরই মধ্যে এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড। তিনি লেখেন,'নারায়ণগড়-মুগলিন মহাসড়ক অংশে ভূমিধসে দুটি বাস ভেসে গিয়েছে। সেই দুর্ঘটনায় প্রায় ৬৫ জন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। এছাড়াও দেশের বিভিন্ন অংশে বন্যা ও ভূমিধসে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরে আমি গভীরভাবে মর্মাহত। আমি স্বরাষ্ট্র প্রশাসনসহ সরকারের সব এজেন্সিকে নির্দেশ দিয়েছি যাতে তল্লাশি চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

0:00
/0:18