ইংলিশ চ্যানেল জয়ী পশ্চিম মেদিনীপুর জেলার সাঁতারু আফরিন জাবি!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটেই, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার এবং মেদিনীপুর শহরের একমাত্র প্রাচীনতম মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল পার হওয়ার লক্ষ্যের জন্য ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন বুধবার 9ই জুলাই সন্ধ্যায়।
গত ২৯ জুলাই মঙ্গলবার, ইংল্যান্ডের স্থানীয় সময় রাত্রি তিনটে পঁয়তাল্লিশ নাগাদ, তিনি ইংলিশ চ্যানেল অতিক্রমের লক্ষ্যে ডোভার (ইংল্যান্ড) থেকে যাত্রা শুরু করেছিলেন নর্দান ফ্রান্স-এর উদ্দেশ্যে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ইংলিশ চ্যানেল জয় করেন আফরিন। এই খবর মিলতেই উচ্ছ্বসিত মেদিনীপুর শহর মঙ্গলবার রাত ৯টা ৩১ মিনিটে (ভারতীয় সময়) ইতিহাস তৈরি করলেন মেদিনীপুরের কন্যা আফরিন জাবি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেন,অত্যন্ত গর্বের মুহূর্ত ইংলিশ চ্যানেল পার করতে সময় লেগেছে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট।
মেদিনীপুর শহরের মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি করলো ২১বছরের আফরিন জাবি।নিজের জন্মভূমিতে পা দেওয়া মাত্রই আবেগে আনন্দে ভরে উঠলো মেদিনীপুর শহরবাসী।শহরে প্রবেশ করেন আফরিন।সরাসরি চলে আসেন মেদিনীপুর সুইমিং ক্লাবে। ক্লাবের পক্ষ থেকে প্রথমে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
ক্লাবের পক্ষ থেকে হুট খোলা গাড়িতে করে আফরিন যাবি কে নিয়ে বর্ণনাট্য শোভাযাত্রা মেদিনীপুর শহরে রিং রোড পরিক্রমা করা হয়।রাস্তার দু'পাশে শহরবাসী আফরিন জাবি কে শুভেচ্ছা জানাতে উচ্ছ্বাস। আফরিন জাবি হুট খোলা গাড়িতে করে বাবা মা দাদা বৌদিকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরবাসীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন।