কাঁথির দলীয় প্রার্থীর প্রচারে মে মাসে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, আদিত্যনাথ !
পূর্বমেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : কাঁথি বরাবরই অধিকারী পরিবারের দাপটে। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ রয়েছেন প্রবীণ শিশির অধিকারী।পরপর তিনবার তিনি তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক। কাঁথিতে ঘাস ফুল ফুটিয়ে রাখতে মরিয়া তৃণমূল। তাই উত্তমের সমর্থনে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ও প্রচারে আসার কথা। অন্যদিকে গেরুয়া শিবিরও পিছিয়ে নেই। কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচারে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী মে-র প্রথম সপ্তাহে তাঁর আসার কথা। ভগবানপুর এবং পটাশপুর বিধানসভার মধ্যবর্তী কোনও জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রী জনসভা করবেন বলে জানা গিয়েছে। পরে যোগী আদিত্যনাথের সভা রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বা যোগী আদিত্যনাথের সভার দিনক্ষণ এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে জেলা বিজেপি সূত্রের খবর। গত বছর লোকসভা ভোটের আগে জেলায় এসে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এবারও মোদীর জনসভার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না জেলা বিজেপির নেতারা। কাঁথি লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী অধিকারী পরিবারেরই ছোট ছেলে সৌমেন্দু। এক সময়ের তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বছর খানেক আগে। অপেক্ষাকৃত নব্য এই সদস্যকে প্রার্থী করায় গেরুয়া শিবিরের আদি নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। তবে লোকসভা ভোটের আগে সেই সব ক্ষোভ মিটিয়ে কাঁথিতে প্রচারে ঝড় তুলতে তৎপর গেরুয়া শিবির। আপাতত কাঁথিতে তৃণমূল এবং বিজেপি প্রার্থী নিজেরা প্রচারে পরস্পরকে টক্কর দিচ্ছেন। তবে ভোট যত এগিয়ে আসছে গেরুয়া শিবিরকে টেক্কা দিতে পরিকল্পনা করছে ঘাসফুল শিবিরও। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পন্ডা বলছেন, ‘‘যে কোনও রাজনৈতিক দলের সমর্থনে যে কোনও নেতা প্রচার করতে আসতে পারেন। এটাই গণতান্ত্রিক পশ্চিমবঙ্গের রাজনীতির ছবি। তবে মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী ২৫ মে জেলাবাসী রায় দেবেন।’’