উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা!
নিজস্ব সংবাদদাতা : ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর প্রদেশের গোন্ডা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী (ডিব্রুগড় এক্সপ্রেস ১৫৯০৪) লাইনচ্যুত। জানা যাচ্ছে, এই দুরপাল্লার ট্রেনটির ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। তার মধ্যে তিনটি কামরা সম্পূর্ণভাবে উলটে গিয়েছে ট্র্যাকের উপর। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রেলের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে । আহত ৩৩জন। তবে একাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, গোন্ডার কাছে ঝিলাহি রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। ডিব্রুগড়গামী দুর্ঘটনাগ্রস্ত এই এক্সপ্রেস ট্রেনটির বাতানুকুল কামরাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের আর্তনাদ শোনা গিয়েছে ঘটনাস্থল থেকে। গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন। সেই বিভীষিকা ভোলার আগেই দুর্ঘটনাগ্রস্ত হল ডিব্রুগড় এক্সপ্রেস (১৫৯০৪)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি। মাঝপথে উত্তরপ্রদেশের গোন্ডায় ঝুলাহি স্টেশনের কাছে এক্সপ্রেস ট্রেনটির ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। আপাতত ৪ জনের মৃত্যুর কথা জানা গেলেও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।