মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রামে কংসাবতীর পাড় ভাঙ্গনে ভয়ংকর দৃশ্য!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : কয়েক দিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে বেড়েছে মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীর জল। সেই কংসাবতী নদীতে দেখা দিল ধ্বস। নদীপাড় ভাঙ্গনে আতঙ্কিত নদীপাড় লাগোয়া গ্রামের চাষিরা।মেদিনীপুর সদর ব্লকের মনিদহ ৩ নং অঞ্চলের মনিদহ গ্রামে দেখা গেল নদীর প্রবল জলস্রোতে নদীর পাড় ভাঙনের ভয়ংকর দৃশ্য।

যা নিয়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। নদীর পাড় ভাঙ্গনের ফলে ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে প্রায় ১৫০ বিঘা চাষযোগ্য জমি। আর নদীর ভাঙ্গন শুরু হতেই দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে মনিদহ গ্রামের বাসিন্দারা। এক চাষী মঞ্জু দোলুই তার জমিতে চাষ করেছে ঝিঙ্গা ও বরবটি, নদীর ভাঙ্গনের ফলে সব নষ্ট হয়ে যায়।

তার বক্তব্য কিছুটা জমিতে চাষ করে আর লোকের বাড়িতে কাজকর্ম করে জীবনযাপন করি। আছে একটা ছোট ভাঙ্গা ফুটো বাড়ি।চোখের জল মুছতে মুছতে বলেন, এখনো ঠিক মতো ফসল আসেনি, সাতদিন করে চাষ করছি, এই নদীর ভাঙ্গনের কারণে সব সব চলে যাচ্ছে।এখন কী খাবো সেটা নিয়েই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। যদি প্রশাসনের তরফে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাঁদের ভিটে ছেড়ে যেতে হবে।