হাওড়া-খড়্গপুর শাখায় ফুলেশ্বরে রেল অবরোধ করলো যাত্রীরা!

নিজস্ব সংবাদদাতা : অস্বাভাবিক ট্রেন লেট । প্রতিদিন ট্রেন লেট নিয়ে তিতিবিরক্ত নিত্যযাত্রীরা। এই অভিযোগে বুধবার সকালে হাওড়া-খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে রেল অবরোধ করলেন নিত্য যাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক রেল অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে রেল অবরোধ ওঠে।হাওড়া-খড়্গপুর শাখায় উলুবেড়িয়া ও চেঙ্গাইলের মাঝের স্টেশন ফুলেশ্বর। বহু লোকাল ট্রেন এই স্টেশনে দাঁড়ায়। হাওড়া-খড়্গপুর লোকালের পাশাপাশি হাওড়া-মেদিনীপুর, হাওড়া-পাঁশকুড়া, হাওড়া-হলদিয়া লোকাল ট্রেনগুলি ফুলেশ্বরে দাঁড়ায়। ফলে হাওড়া থেকে মেদিনীপুর যাতায়াতের ক্ষেত্রে এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রতিদিনের মতো দীর্ঘ ট্রেন দেরিতে চলছে তাই বুধবার সকালে এই যাত্রীদের বিক্ষোভ।