মেদিনীপুর ও খড়্গপুরের হুল দিবস পালন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :  কেরানীচটি হুল দিবস উদযাপন কমিটি ও নীলডাঙা সিধু কানু সুসার গাঁওতা ক্লাবের উদ্যোগে কেরানীচটি মোড়ে সিধু-কানুর মূর্তিতে মাল্যদান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো হুল দিবস।এই কর্মসূচিতে উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সুশীল চক্রবর্তী,বৈদ্যনাথ টুডু, রাজেন হেমরম, বিমল বাস্কে , জীতেন টুডু প্রমুখ।অন্যদিকে এদিন নীলডাঙ্গা সিধুকানু সুসোর গাঁওতার উদ্যোগে বাড়ুয়া ফুটবল খেলার মাঠের পশ্চিমদিকে সিধু-কানুর মূর্তি উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন সুশীল চক্রবর্তী, বৈদ্যনাথ টুডু, রাজেন হেমরম, বিমল বাস্কে , জীতেন টুডু প্রমুখ। গ্রামের প্রায় সাড়ে তিনশোর বেশি বাসিন্দা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।কেরানীচটি হুল দিবস উদযাপন কমিটি ও নীলডাঙা সিধু কানু সুসার গাঁওতা ক্লাবের উদ্যোগে কেরানীচটি মোড়ে সিধু-কানুর মূর্তিতে মাল্যদান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো হুল দিবস।এই কর্মসূচিতে উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সুশীল চক্রবর্তী,বৈদ্যনাথ টুডু, রাজেন হেমরম, বিমল বাস্কে , জীতেন টুডু প্রমুখ।অন্যদিকে এদিন নীলডাঙ্গা সিধুকানু সুসোর গাঁওতার উদ্যোগে বাড়ুয়া ফুটবল খেলার মাঠের পশ্চিমদিকে সিধু-কানুর মূর্তি উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন সুশীল চক্রবর্তী, বৈদ্যনাথ টুডু, রাজেন হেমরম, বিমল বাস্কে , জীতেন টুডু প্রমুখ। গ্রামের প্রায় সাড়ে তিনশোর বেশি বাসিন্দা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।অন্যদিকে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চে খড়গপুর শহর দক্ষিন শাখার উদ্যোগে এদিন সকাল খড়গপুর আই আই টি-র দক্ষিণ গেটে সিধু- কানহু-র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সংগঠনের পতাকা উত্তোলন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক অমিতাভ দাস৷ এছাড়া ধামসা,মাদল সহযোগে সঙ্গীত ও‌ নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। এই কর্মসূচিতে আধিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন অংশের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷