আমেরিকার জামাইকায় শতাব্দীর ভয়াবহতম ঝড় আঘাত হানতে চলেছে হারিকেন মেলিসা!
নিজস্ব সংবাদদাতা : আমেরিকার জামাইকায় শতাব্দীর ভয়াবহতম ঝড় আঘাত হানতে চলেছে হারিকেন মেলিসা। ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি গতিবেগে বয়ে চলা এই ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড় ইতিমধ্যেই দ্বীপটির উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় তাণ্ডব শুরু করেছে। জাতিসংঘের কর্মকর্তারা একে “এই শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী ঝড়” বলে সতর্ক করেছেন। আছড়ে পড়বে বলে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে।
ইতিমধ্যেই দক্ষিণ ও উপকূলবর্তী অঞ্চলের হাজার হাজার মানুষকে অবশ্যকীয় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জামাইকা জুড়ে প্রায় ৮০০টিরও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান জেনেভা থেকে বলেন, “এটি জামাইকার জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি হতে চলেছে। নিশ্চিতভাবেই এটি শতাব্দীর সেরা ঝড়।”ঝড়ের মধ্যে অন্তত ৭জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, এর মধ্যে একজন দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্য, যিনি কর্তব্যরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হন। প্রায় ১৫,০০০ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, যদিও প্রশাসনের নির্দেশে সরানো হয়েছিল তার দ্বিগুণেরও বেশি মানুষকে।সরকার ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিমানবন্দর ও গণপরিবহন পরিষেবা, এবং কিংস্টন, সেন্ট এলিজাবেথ, ক্ল্যারেন্ডনসহ দক্ষিণাঞ্চলের একাধিক জেলা থেকে ব্যাপক সরানোর নির্দেশ জারি হয়েছে। খোলা হয়েছে ৮০০-রও বেশি ত্রাণ শিবির, যেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।