স্বামীর প্রতারণার ফাঁদে পড়ে ভোটার পরিচয় সংকটে! হাঁসখালির ঊষা রায়...

নিজস্ব সংবাদদাতা : স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বহু বছর আগে কলকাতায় পরিচারিকার কাজ নিয়েছিলেন নদিয়া জেলার হাঁসখালি ব্লকের শ্যামনগরের গৃহবধূ ঊষা রায়। সংসারের অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করলেও, SIR (Special Information Report) ফর্ম আনতে গিয়ে এমন এক সত্য সামনে আসে যা তাঁর ভবিষ্যৎ নিয়ে আরও বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। ঊষা দেবীর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে, সে সময় তিনি বৈধ ভাবে ভারতীয় নাগরিক হিসেবে নিজের EPIC কার্ডও পান। কিন্তু সম্প্রতি BLO-র কাছে ফর্ম সংগ্রহ করতে গিয়ে তিনি দেখেন—তাঁর EPIC কার্ড ও পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে তাঁর স্বামী এক বাংলাদেশি মহিলাকে নিজের স্ত্রী হিসেবে দেখিয়ে ফর্ম পূরণ করে ফেলেছেন। ঊষা দেবী পুরো ঘটনাকে ভোটার পরিচয় চুরি এবং বৈবাহিক প্রতারণা বলে অভিযোগ করেছেন। তাঁর কথায়, “আমার EPIC কার্ড চুরি করে অন্য এক বাংলাদেশিকে আমার জায়গায় স্ত্রী বানিয়ে দেখানো হয়েছে! প্রশাসনিক অফিসে গিয়ে জানলাম—আমার নিজের নামটাই যেন মুছে যাচ্ছে।”এই অভিযোগ সামনে আসতেই স্থানীয় প্রশাসনে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক যাচাই শুরু হয়েছে বলেই জানা গেছে।

ঊষা রায়।


ঊষা দেবী আরও বলেন. “স্বামী থেকেও নেই। আমি এই দেশের বাসিন্দা। অথচ আমারই ফর্ম বাংলাদেশের মহিলা ফিল আপ করল। আমার ভবিষ্যৎ কী হবে জানি না।” বিষয়ে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বলেন, “আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব—তদন্ত করে যে সঠিক ভোটার, তার নামই যেন তালিকাভুক্ত হয়। আর যারা নকল করে জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনমতো ব্যবস্থা নিক।” নদিয়া জেলার বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন, “এত সাংঘাতিক অভিযোগ! প্রশাসন যাতে দ্রুত তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়, সেই অনুরোধ করছি।”