চ্যাম্পিয়ন্স ট্রফি জয় "টিম ইন্ডিয়ার",অপরাজিত থেকে চ্যাম্পিয়ন ভারত!

নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। রবিবার ফাইনালে দুবাইয়ের মাঠে নিউজ়িল্যান্ডকে হারালেন ৪ উইকেটে। দীর্ঘ ৮ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল ভারত। ২৫ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এবার সেই হারের বদলা নিলেন টিম রোহিত। অন্যদিকে কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন।