১৭ বছর পর রোহিতের হাত ধরে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত!

ভারত: ১৭৬/৭ (বিরাট ৭৬, অক্ষর ৪৭, মহারাজ ২৩/২)
দক্ষিণ আফ্রিকা: ১৬৯/৮ (ক্লাসেন ৫২, ডি’কক ৩৯, হার্দিক ২০/৩)
৭ রানে জয়ী ভারত।

নিজস্ব সংবাদদাতা :  ১৭ বছরের শাপমুক্তি ৷টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তাতে হেরেছিল। অধিনায়ক হিসেবে সবকিছু করছিলেন রোহিত শর্মা, কিন্তু ওই ট্রফিটা আর ছোঁয়া হচ্ছিল না। কিন্তু শনিবার ২৯ জুন, ২০২৪ সবটা বদলে দিল।  ফের বিশ্বকাপ এল দেশে রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷ ২০০৭ টি-২০ বিশ্বকাপের পর ফের ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ টানটান ম্যাচে গর্ডন গ্রিনিজ-গ্যারফিল্ড সোবার্সদের প্রদেশে প্রোটিয়াদের উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷

শেষ ওভারে দরকার ছিল ১৬ রান ৷ ক্রিজে ছিলেন ডেভিড ‘কিলার’ মিলার ৷ হার্দিক পান্ডিয়ার প্রথম বলই উড়িয়েছিলেন মিলার ৷ বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচে শুধু প্রোটিয়াদের সেরা বাজি’কেই ফেরালেন না, বিশ্বকাপটাও এনে দিলেন সূর্যকুমার যাদব ৷ অক্ষর পটেল-কুলদীপ যাদব এদিন খরচ করেছিলেন ৯৪ রান ৷ প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচ ভারতকে এনে দিলেন পেসাররা ৷ প্রয়োজনের সময়ে ভয়ংকর হয়ে উঠলেন জসপ্রীত বুমরা-হার্দিক পান্ডিয়া-অর্শদীপ সিং ৷

দেশের জার্সিতে সম্ভবত টি-২০ ফর্ম্যাটে নেমেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ৷ বিশ্বসেরা হয়েই কুড়ি-বিশের জার্নি শেষ করলেন দুই কিংবদন্তি ৷ কেরিয়ারের সায়াহ্নে থাকা দুই ‘বুড়ো ঘোড়া’ই ছিল ভারতের বিশ্বকাপ অভিযানের সেরা বাজি ৷ নীল জার্সিতে দেশকে বিশ্বসেরা করার সংকল্প নিয়ে নেমেছিলেন রোহিত-বিরাট ৷ ম্যাচের সেরা হয়ে সেই সংকল্পই পূরণ করলেন ‘কিং কোহলি’ ৷ ব্যাটে ব্যর্থ রোহিত দেখালেন ‘মস্তিষ্ক’র জোরেই কীভাবে প্রায় হেরে যাওয়া ম্যাচে দেশকে বিশ্বসেরা করা যায় ৷